নুসরাত গেলো চলে || আবদুল হাই ইদ্রিছী

নুসরাত গেলো চলে
-আবদুল হাই ইদ্রিছী


জাতির বুকে লাথি মেরে
নুসরাত গেলো চলে,
কলঙ্কের-ই মালা খানি
দিয়ে জাতির গলে।

কোথায় রাখি লজ্জা-শরম
কোথায় লুকাই মুখ,
হৃদয় পুড়ে ছাই হয়েছে
সইছে না আর বুক।

পাই না খুঁজে মুখের ভাষা
অশ্রু ঝরায় চোখ,
কেমন করে সইতে পারি
এমন ত্রাসের শোক।

নুসরাত জাহান রাফি’র মত
যাচ্ছে যত প্রাণ,
দুনিয়া থেকে পাচ্ছে তারা
জান্নাতের-ই ঘ্রাণ।

আমরা যারা রাজ বাহাদুর
পাচ্ছি অভিশাপ,
কোন কালেই পাবো না তো
এসব খুনের মাফ।