নুসরাত হত্যা : দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়েছেন মামলার প্রধান সন্দেহভাজন নূরুদ্দিন ও শাহাদত হোসেন শামীম।
রোববার (১৪ এপ্রিল) ফেনীর আদালতে তারা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ‘স্বীকারোক্তি’ দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে জানান, শামীম ও নূরুদ্দিন আজ (রোববার) বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জাকির হোসেনর কাছে তাদের ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেন।
তবে মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু তিনি জানাতে অস্বীকার করেন। তদন্ত শেষ হলে সবকিছু জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন