নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি:এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

(৮ জানুয়ারী) বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপস্থিত সমবায়ীদের সরাসরি ভোটে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলায় ৮৩৯ টি সমবায় সমিতি থাকলেও কার্যকরী পরিষদের ভোটার ৭২টি সমিতি। প্রত্যেক সমিতিতে একজন ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে। ৭২ জন ভোটারের মধ্যে উপস্থিত ভোটার ১৪ জন।

নির্বাচনে সভাপতি পদে ২জন প্রতিদ্ধন্দ্বিতা করেন তারা হলেন মো: আব্দুল কদ্দুছ ফকির ও মোখলেছুর রহমান খান খসরু।মোখলেছুর রহমান খান খসরু ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মোখলেছুর রহমান খান নেত্রকোণা জেলা বিএনপি’র জেলা কমিটির সম্মানিত সদস্য।

এছাড়া ৩ টি পদে বিনা প্রতিদ্ধন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি চৌধুরী ইউএ ওসমান ইউসুফ, পরিচালক মো: কামরুল হক ও পরিচালক মো: সোহেল মিয়া।

উপস্থিত সমবায়ীরা বলেন ভোটার উপস্থিতি কম হলেও দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত সরকারের আমলে স্থানীয় এমপির ডিও লেটারে সমবায় ব্যাংক লি: এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে।

এমপি মহোদয় একান্তই তার নিজের পরিবারের লোকজনদের ডিও লেটার প্রদান করে সভাপতি নির্বাচিত করেছেন।কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ৩ বছর।

নব নির্বাচিত সভাপতি মোখলেছুর রহমান খান খসরু সমবায়ীদের উন্নয়নে সকল সদস্যদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান।