নেত্রকোণায় উপযুক্ত সময়ে হাওরের ফসলরক্ষায় বাঁধ সংস্কারের দাবি
নেত্রকোণা জেলার হাওরে সময়মত ফসলরক্ষা বাঁধ সংস্কার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোণা জেলা হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাংবাদিক আসাদ তালুকদারের পরিচালনায় মানব বন্ধনে সহমত ও অংশীদারদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল।
নেত্রকোণা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, নেত্রকোণা জেলা শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম সজল, সাংবাদিক অরবিন্দ ধর, সাংবাদিক শামীম তালুকদার, নেত্রকোণা জেলা হাওর বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।
শ্যামলেন্দু পাল অভিযোগ করে বলেন, সময় শেষ হতে চলেছে। এখনও পুরো পিআইসির কাজ শেষ হয়নি। এভাবে ঢিলেমি করে কাজ করলে হাওরের কৃষকেরা বন্যার হাত থেকে রক্ষা পাবেনা। তারা তাদের সোনার ফসল গোলায় তুলতে পারবে না। এরকম শংকার মধ্যে দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি।
আসাদুজ্জামান তালুকদার বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে ব্যাপক দুর্ণীতি, লুটপাট হয়েছে। এসব কারণে বন্যায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবছর এখনও পিআইসি গঠনসহ মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি। পরে তাড়াহুরো করে যে কাজ সম্পন্ন করে তাতে কৃষক আর বন্যার হাত থেকে তাদের ফসল বাঁচাতে পারেননা। সময়মত ফসল রক্ষা বাঁধ সংস্কার না করাসহ কোন অনিয়ম-দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সারোয়ার জাহান জানান, হাওরাঞ্চলের ৩৬৫ কিলোমিটার বাঁধের মধ্যে এবার ১৭০ কিলোমিটার বাঁধ সংস্কার করার কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১৬০টি পিআইসি গঠন করা হয়েছে। বাকি আরো ২০টি পিআইসি গঠন করা হচ্ছে।মাঠ পর্যায়েও দ্রুত কাজ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন