নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

(১২ নভেম্বর) দুপুরে ডিইএমও, নেত্রকোণা এর কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ডিইএমও নেত্রকোণা এর সহকারী পরিচালক মো: লেহাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি, নেত্রকোনা এর অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, নেত্রকোনা জেলা সমবায় এর উপপরিচালক মো: শাহ আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাব্বির হাসান, নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সহকারী পরিচালক নাজমুল হক প্রমুখ। বক্তারা অভিবাসীদের চাহিদা যথাযথভাবে পূরণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেয়া কথা বলেন।