নেত্রকোণায় ভাগ্নেকে শাসন করতে গিয়ে খুন হলেন মামা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/মৃত্যু-লাশ-মরদেহ.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে মারধর করছিলেন তার ছেলে। তখন শাসন করতে গিয়ে ভাগ্নের লাঠির আঘাতে মামার প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাঞ্চন মিয়া। এর আগে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত ৬০ বছর বয়সী কাঞ্চন মিয়ার বাড়ি নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে। তার বাবার নাম কাউছু মিয়া।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাঞ্চনের ভাগ্নে ২০ বছর বয়সী মাজহারুল ঘটনাস্থল নওপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
ওসি মিজানুর রহমান বলেন, “মাজহারুল প্রায় সময়ই তার মা মাজেদা আক্তারকে শারীরিক ভাবে নির্যাতন করতেন। মঙ্গলবার তিনি মাকে আবারও মারধর করেন। মাজেদা সহ্য করতে না পেরে ছেলের অত্যাচার নির্যাতনের কথা ভাই কাঞ্চন মিয়াকে জানান।
“মাজহারুল ভাগ্নে কাঞ্চনকে শাসন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে মামার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন কাঞ্চনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর মাজহারুল পালিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন