নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্রুত মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে এই সমাবেশ হয়। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে হাজারো নেতা- কর্মী এসে সমাবেশস্থলে জড়ো হন।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, যুগম আহবায়ক মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,মজিবুর রহমান খানসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৭ বছর ধরে আওযামী ফ্যাসিসট সরকার লুৎফুজ্জামান বাবরকে বীনাদোষে কারাগারে আটকে রাখে। আমরা দ্রুত বাবরের মুক্তি দাবি করছি। নেত্রকোণাবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়নের জন্যে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বক্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন