নেত্রকোণার আটপাড়ায় বিষ মেশানো খাবার দিয়ে হাঁস মারার অভিযোগ
নেত্রকোণা জেলার আটপাড়ায় পূর্বশ্রুত্রতার জেরে খাবারে বিষ মিশিয়ে প্রায় ৭০টি হাঁস, মুরগী, খরগোশসহ দেশীয় প্রাণী মেরে ফেলা হয়েছে। আটপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে আটপাড়া শ্রীপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে।অভিযোগ উঠেছে মৃত আব্দুর রহিমের ছেলে দুলাল মিয়ার বিরুদ্ধে। অভিযোগে জানা যায় গত বছর গ্রামের মানুষের হাসঁ, মুরগী বিষ মিশিয়ে মেরে ফেলার অপরাধে গ্রাম শালিশে জরিমানা বহন করে।
এবারও নতুন করে মহল্লার ১০-১৫ জনের হাঁস মুরগী বিষ দিয়ে নিধন করেছে। ভুক্তভোগীরা হলেন ১.মোঃ মাসুদ মিয়া পিতা আব্দুল খালেক ২.আব্দুর রহিম পিতা মৃত নুর ইসলাম ৩.জরিনা আক্তার স্বামী একলাছ উদ্দিন ৪. হামিদা আক্তার স্বামী আলাল উদ্দিন ৫.মঞ্জিল মিয়া পিতা মিরাশ আলী ৬.খোকন মিয়া খালেক মিয়াসহ অনেকের।
এলাকাবাসীর সূত্রে জানা যায় রাতের কোন এক সময়ে বাড়ির সামনে পুকুরপাড়ে খাবারে বিষ ছিটিয়ে রাখে সকালে হাঁস ও হাঁসের বাচ্চা, মুরগী, দেশীয় প্রজাতির পাখি মারা যায়। কৃষক মাসুদ মিয়া নিজ বাড়ির সামনে খামার দেওয়ার আশায় ফাঁকা জায়গায় ও পুকুরে হাঁসগুলো লালন-পালন করেন।
এলাকাবাসী বলছেন তাদের মধ্যে জমি সংক্রান্ত দ্বন্দের কারনে প্রায় সময়ে এমন ঘটনা ঘটছে। এই নিয়ে দুলাল মিয়ার সাথে কথা বলে জানা যায়, জমিতে বিষ দিলে হাসঁ মুরগী মারা গেলে সে কি করবে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন