নেত্রকোণার খালিয়াজুরীতে শহীদ দিবসের দুদিন পরেও অর্ধনমিত জাতীয় পতাকা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের দুইদিন পরেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উক্ত অফিসের ছাদে অর্ধনমিত অবস্থায় জাতীয় পতাকা টাঙ্গানো দেখা যায়। সরকারি বিধি অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পাতাকা ব্যবহারের নিয়ম থাকলেও নিয়ম ভঙ্গ করতে দেখা যায় উক্ত অফিসে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, উক্ত ঘটনাটি কান্ডজ্ঞানহীন ও দায়িত্ব অবহেলার শামিল। এটি ক্ষমার অযোগ্য। যেখানে মুক্তিযোদ্ধারা গায়ের রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছে পতাকার জন্য সে পতাকার অবমাননা মানতে খুবই কষ্ট হয়। এছাড়া একটি সরকারি অফিসে এ ধরনের ভুল কখনো মেনে নেওয়া যায় না।
উক্ত বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্ এস এম তৌকির আহমেদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন