নেত্রকোণার দুর্গাপুরে প্রধান সড়কের ওপর অটোরিক্সার স্ট্যান্ড যানজটে বাড়ছে জনদুর্ভোগ
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়কের প্রেসক্লাব ও কালিবাড়ি এলাকার চার রাস্তার মোড় দখল করে গড়ে উঠেছে অ-ঘোষিত অটোরিক্সা স্ট্যান্ড। এ সড়কের মোড়ে প্রতিদিনই অর্ধশত ব্যাটারিচালিত অটোরিক্সা পার্ক করে রাখা হয়।
যে কোন ব্যক্তি শহরের বাজারে ঢুকতে ও বের হতে যানজটের মধ্যে পড়তে হয় তাদের। শুধু তাই নই গুরুত্বপূর্ণ এ মোড়ের মধ্যে অটোস্ট্যান্ড গড়ে ওঠায় পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজটে দিন দিন বাড়ছে দুর্ভোগ।
দুর্গাপুর পৌরসভার প্রধান সড়কের প্রেসক্লাবমোড় এলাকা হয়েই উপজেলা প্রশাসন,পৌরসভা,আদালত,হাসপাতাল, বিভিন্ন শিক্ষ াপ্রতিষ্ঠান,থানা,বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয় হাজার হাজার মানুষকে। কিন্তু যানজটের কারণে এ সড়কে এখন দুর্ভোগ যেন নিত্যসঙ্গী।
পথচারীদের অভিযোগ,যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
ফলে এখান দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। এদিকে অটো গাড়ির চালকরা বলছেন,শহরের কোথাও তাঁদের জন্য নির্ধারিত স্ট্যান্ড না থাকায় এ যানজট সৃষ্টি হচ্ছে। স্ট্যান্ড পেলেই যানজট কমে যাবে।
আলী মিয়া,নোমান হোসেন,সোহেল মিয়া আরও পথচারীরা বলেন,মোড় দখল করে দুইপাশে দাঁড়িয়ে থাকে ব্যাটারি চালিত অটোগাড়ির সারি। মাঝখান দিয়ে অন্য একটি গাড়ি ঠিকমতো যেতে পারে না। যার কারণে যানজট লেগে থাকে। রাস্তার চার মুখের মোড়ে দুইপাশে অটো দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলের জায়গা থাকেনা। ফলে প্রায় সারাদিনই যানজট লেগেই থাকছে। সড়কের মধ্যে এভাবে স্ট্যান্ড গড়ে ওঠায় পথচারীদের পায়ে হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে।
তারা আরও বলেন,চলাচলে ভোগান্তির তো আর শেষ নাই তাছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন জরুরি নিয়ে ময়মনসিংহে যেতে এ মোড়গুলোতে যানজটে পড়তে হয়। তাই যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবী জানাচ্ছি।
অসংখ দোকান মালিকরা জানান,দোকানের সামনে এমনভাবে প্রাচীর করে অটোরিকশা দাঁড়িয়ে থাকে,কোনো কাস্টমার আসতে পারে না। যানবাহনগুলো একটু সরাতে বললেও চালকেরা ঝগড়া শুরু করেন।
এ ব্যাপারে দুর্গাপুর পৌরসভার মেয়র মাও. আব্দুস ছালাম বলেন,বিষয়টি নিয়ে আলোচনা করছি। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,যানজটমুক্ত রাখতে দ্রæতই ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন