নেত্রকোণার মদন সাব-রেজিস্টার অফিসে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণা মদন উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে অফিস কক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ ই মে) অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিলো- স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকবৃন্দের কাজের গতিশীলতা আনয়ন, সেবার মান বৃদ্ধিকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, শুদ্ধাচার কৌশল প্রনয়ণ, আইন ও বিধির সঠিক প্রয়োগ।
উক্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লিখকবৃন্দ অংশগ্রহণ করেন।
মদন উপজেলা সাব-রেজিস্টার মোঃ মাহবুবুর রহমান বলেন, জনসাধারণ যেনো দলিল সংক্রান্ত যাবতীয় সেবা সঠিকভাবে পায়, এই বিষয়টি সামনে রেখেই আমাদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন