নেত্রকোণার মদনে কারেন্ট জাল জব্দ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/IMG_20240624_131558.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার মদনে কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সোমবার (২৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে মৃত আইন উদ্দিনের ছেলে স্বপন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে কারেন্ট এর নতুন জাল ১২৬ পিছ ও চায়না দোয়ারি ০২ পিছ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
পরে জব্দ কৃত জাল জনসমুখে আগুন দিয়ে পুড়ানো হয়।
হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উপজেলা পাবলিক হল মাঠে সংবাদ সম্মেলন করে নির্বাহী অফিসার জানান যে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও রক্ষায় হাওরে মা’ মাছ নিধণ করা যাবে না। কারেন্ট, চায়না দোয়ারিসহ সকল প্রকার নিষিদ্ধ জাল দিয়ে যাতে মাছ ধরতে না পারে তার জন্য উপজেলা মৎস্য অফিসকে সার্বিক ভাবে সহযোগিতা জন্য তিনি আহবান রাখেন।
অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, এস আই হারুন অর রশীদ, এ এস আই শহিদুল ইসলাম প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন