নেত্রকোণার মদনে জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে শেষ দিনে পুরস্কার বিতরণ
নেত্রকোণা মদন উপজেলা ” জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উন্নয়ন মেলা ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের
শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মুক্ত মঞ্চে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ১ম
প্রদর্শনী পর্যায়ে প্রথম স্থান অর্জন করে উপজেলা কৃষি অফিস। সাজ-সজ্জায় ১ম স্থান অধিকার করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সেবা প্রদানে প্রথম স্থান অর্জন করেন সকল ইউনিয়ন পরিষদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃশাহনূর রহমান, বীর মুক্তিযোদ্ধা তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান। ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর আলী।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাওরান ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে প্রধানগন এবং গণমাধ্যমকর্মীগণ।
বিতরণ অনু্ষ্টান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপ্তি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন