নেত্রকোণার মদনে বয়রালা ব্রীজের ব্লক দখল করে ঘর নির্মাণ
নেত্রকোণা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বয়রালা ব্রীজ এর পশ্চিম অংশের উত্তর পাশ্বের ব্লক দখল করে জয়পাশা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মজলু মিয়া দোকান ঘর নির্মাণ করছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে সরজমিনে গেলে দেখা যায়, বয়রালা ব্রীজের উত্তর পাশের অধিকাংশ ব্লক মাটি দিয়ে দখল করে ঘর তৈরির কাজ করছে মজলু মিয়া।
ঘর তৈরির বিষয়ে মজলু মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার ভূমি মধ্যে আমি ঘর তৈরির কাজ করছি, এতে আপনাদের কি হয়েছে। তিনি আরও বলেন সরকার আমার জমি দিয়ে ব্রীজ করছে, আমার অনেক ক্ষতি হয়েছে।
আমি ঘর তৈরির জন্য অনেক টাকা খরচ করেছি,আগে নিষেধ করলে আমি এ জায়গায় মাটি কাটতাম না। আমি এখন ঘর তৈরি করবই।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ বলেন ব্রীজের ব্লক দখল করে ঘর নির্মাণ সম্পর্কে আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি, ঘর তৈরির কাজ বন্ধ করার জন্য আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন