নেত্রকোণার মদনে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে “বিজ্ঞান মেলা-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ জানুয়ারী) সকালে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, ভেটেনারি সার্জন অমিত শাহা, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তাং, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি।
মেলায় অংশগ্রহণকারী মোট ১৭টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছের ২২,২৩ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন