নেত্রকোণার মদনে শ্মশান ঘাট ও সরকারি খাল দখলে নিয়ে মাটি ভরাট করায় জরিমানা

নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের মণিকা শ্মশান ঘাট ও সরকারি খাল দখলে নিয়ে মাটি ভরাট করার অপরাধে জরিমানা আদায় করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি),

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কদমশ্রী মণিকা শ্মশানে গেলে দেখা যায়, শ্মশান খালে মাটি ভরাট ও শ্মশানে ঘাটের জায়গায় দখলে নেয়ার পাঁয়তারা করছে মনিকা পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃজসিম এর ছেলে সোহান মিয়া।

বেকু ব্যবসায়ী মাঘান ইউনিয়নের আঃ গনি জানান, কৃষক তার ক্ষেত হতে মাটি আনার জন্য আমাদের কে ভাড়া করে নিয়ে আসে, এতে আমাদের দোষ কি?

গোবিন্দশ্রী ইউনিয়নের-সহকারী ভূমি সৈয়দ জাহাঙ্গীর আলম খান চন্দন জানান, সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশ মোতাবেক মাটি পরিবহনের ৫ টি লড়ী গাড়ি ও ১টি মাটি কাটার বেকু জব্দ করা হয়েছে।

ভূমির মালিক মোঃ জসিম উদ্দিন বলেন যদি সরকারি জায়গা মাটি পড়ে তাকে আমি আমার খরচে মাটি সরে নিব। অন্য দিকে মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামে অবৈধ ভাবে মাটি খনন করার ফলে বেকুব মালিকে জব্দ করে অত্র ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মান্নু মিয়া।

সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা করে ২ বেকুকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মাটি কাটলে কঠোর ভাবে জেল জরিমানা করা হবে।