নেত্রকোণার মদনে ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নেত্রকোণা মদন উপজেলার ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১সেপ্টেম্বর)বিকালে জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্কুল, মাদ্রাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। চুড়ান্ত খেলা অংশ গ্রহন করেন, বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়,বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লা রয়েল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) আঃ রউফ, আই সিটি কর্মকর্তা তারেক মাসুদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সাদেক, ০১ গোলে বিজয়ী হন বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন