নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্র হত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/20221110135847_e45ee7ce7e88149af8dd32b27f9512ce_7158844.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও পনকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র নয়ন হত্যার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সমিতির কার্যালয়ের সামনে এক মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামিরুল হকের নেতৃত্বে এ মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা নয়ন হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে স্কুল ছাত্র নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষের লোকজন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন