নেত্রকোনার দুর্গাপুরে নিরানব্বই বস্তা ভারতীয় চোরাই সাদাচিনি আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG_20230919_191028-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ৪ হাজার ৪৫৫ কেজি(৯৯বস্তা) চোরাই চিনি আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি ট্রাকসহ চিনিগুলি আটক করা হয়।
সোমবার(১৮সেপ্টেম্বর)রাতে উপজেলার শিমুলতলী এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। তবে সে—সময় ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়,শুল্ক ফাঁকি দিয়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় চোরাই চিনি পাচারকালে একটি ট্রাকের ভিতরে প্রতি বস্তায় ভরা ৪৫ কেজির ৯৯ বস্তা সাদা চিনি আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫০ টাকা।
পুলিশ আরও জানায়,সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।
দুর্গাপুর থানার উপ—পরিদর্শক(এসআই) মো. আব্বাস আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি জব্দ করা হয়। তবে ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন