নেত্রকোনার দুর্গাপুরে নিত্যানন্দ গোস্বামী‘র ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচার

নেত্রকোনার দুর্গাপুরে মানবকল্যাণকামী অনাথালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, চন্ডিগড় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বৃদ্ধনিবাস, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের আশ্রয়কেন্দ্র ও বিনামুল্যে দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, কবি নিত্যানন্দ গোস্বামী (নয়ন) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এর আয়োজনে অনাথালয় চত্বরে আলোচনা সভা, কবিতা পাঠ ও প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কবি নিত্যানন্দ গোস্বামী‘র স্মরণসভা। একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ করেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল আজিজ।

অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নায় আবেদীন, প্রভাষক ড. আব্দুর রাশিদ, আওয়ামীলীগ নেতা আলী আসগর, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আশ্রম সভাপতি সুবল চন্দ্র দে, নিরাপদ সড়ক চাই এর সভাপতি নুর আলম, প্রভাষক জনপদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ জামাল তালুকদার, কবি আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অ ল চন্ডিগড়ের নাথপাড়া এলাকায় ৩৭ শতাংশ জমির ওপর ১৯৯৬ সালের ১১ মার্চ স্থাপিত হয়েছে মানব কল্যাণকামী অনাথালয় নামের শিশুস্বর্গ। অনগ্রসর অ লের অনাথ শিশুদের মানুষ করার লক্ষে লেখাপড়ার পাশাপাশি পশু পালন, নারীদের সেলাই প্রশিক্ষণ সহ সু-শিক্ষায় শিক্ষিত করতেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। মানবসেবার কোন বিকল্প নাই, সে জন্য তিনি সকল ধর্মের মানুষদের ধর্মীয় উপদেশ ও পিতা-মাতার সেবা করার কথা বলতেন সকলকে, আসুন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই মহান ব্যক্তি নিত্যানন্দ গোস্বামী নয়ন কে।