নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ অফিসার খুন
নেত্রকোনার দুর্গাপুরে দুবৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামে এক পুলিশ অফিসার খুন হয়েছেন। বৃহ:স্পতিবার (৯ জানুয়ারি) রাতে পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের পূর্বগলিতে দুবৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
পুলিশ অফিসার শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি ছুটিতে থাকাবস্থায় গ্রামের বাড়ি দুর্গাপুরে এই ঘটনা ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাটবাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।
এ অবস্থায় বেশকয়েকজন দুবৃত্ত তারপিছুনেয় ঘটনাস্থলে পৌছা মাত্রই তাকে লক্ষ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তিতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুবৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরবর্তিতে রাত পেনে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নী জামাতা তানভীর হোসেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরিরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামীদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন