নেত্রকোনার দুর্গাপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক গননাটক মঞ্চস্থ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক “দিন বদলের ডাক” গননাটক প্রদর্শিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষার কর্মসূচির আয়োজনে গতকাল বুধবার রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে এ গননাটক প্রদর্শিত হয়।
এ সময় জনপ্রতিনিধি,সাংবাদিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষার কর্মসূচির অফিসার সেল্প মাকসুদা শাহী বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা সহ বাল্যবিবাহ প্রতিরোধে উপজলার ২৫০ জন কিশোরী (১৩-১৭) বছর নিয়ে কাজ করা হচ্ছে এবং বাল্যবিয়ে ইস্যুতে গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা গননাটক প্রদর্শন করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন