নেত্রকোনার দুর্গাপুরে ভ্যানগাড়ীর চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ভ্যান গাড়ীর চাপায় শিবু পাল (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করেছে পুলিশ। ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু শিবু পাল দক্ষিণপাড়া এলাকার নয়ন পালের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ভ্যানচালক বিল্লাল মিয়া ভ্যান গাড়ীতে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে দক্ষিণপাড়া এলাকায় শিশু শিবু পালকে চাপা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানান, ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন