নেত্রকোনার দুুর্গাপুরে কারিতাসের এডভোকেসী মিটিং অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Durgapur-Pic-20-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্য স্থানীয় সরকারের বিদ্যমান সুযোগ—সুবিধা প্রাপ্তিতে এডভোকেসী মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ মিটিং অনুষ্টিত হয়।
দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক,রুশার নির্বাহী পরিচালক এম.এন আলম, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, ইউপি সদস্য কিতাব আলী, কারিতাস মাঠ সমন্বকারী ছবি ম্রং,দুর্গাপুর ইউনিয়ন ডিসি কমিটির সাধারন সম্পাদক আঃ হাই প্রমুখ।
বক্তারা, উপজেলার প্রবীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে আলোচনা করেন। তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ—সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে জানান বক্তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন