নেত্রকোনার মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আছমা খানম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ উপজেলার ৮১ সদস্য কমিটির অনুমোদন করে।
এতে সভাপতি করা হয় মদন দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মজিবুর রহমান লিটন ও চানগাঁও শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সোমবার কমিটির সভাপতি মজিবুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া উচিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি ,কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতিউর রহমান (বাবুল) কে যুগ্ন সাধারণ সম্পাদক, সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ বিলাস গরকিকে সাংগঠনিক সম্পাদক ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন