নেত্রকোনার মদনে আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন
নেত্রকোণার মদন উপজেলা সদরে সকালে আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মদন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মদন,নেত্রকোণা,ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় মানববন্ধনে বিভিন্ন প্রে-কার্ডে লেখা ছিল, উপসচিব পদে সকল কোটা পদ্ধতি বাতিল চাই ” ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় চাই,সকল ক্যাডারের সমতা চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা তাযেব হোসেন প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন