নেত্রকোনার মদনে কলেজ ছাত্রীর মৃত্যুতে বিচারের দাবীতে বিক্ষোভ

মদন উপজেলার গোবিন্দশী সুজন বাজারে পল্লী বিদ্যুৎ এর কুঠি বাহিত হেন্ড ট্রলীর সাথে ধাক্কা নিহত লাকি তালুকদার নামে হাজী আব্দুল আজিজ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রী নিহত হলে কলেজ ছাত্র-ছাত্রীরা বিচারের দাবীতে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে আসছিল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ছাত্র- ছাত্রীরা নিহত লাকি তালুকদারের বিচারের দাবীতে বিক্ষোভ প্রতিবাদ করে মদন পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে গেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও খালিয়াজুরি সার্কেল মোঃ রবিউল ইসলাম ,মদন থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, আমরা ও ঘাতক হেন্ড ট্রলীর চালকের বিচার চাই।

উপজেলা নির্বাহী অফিসার বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, তিনি জানান, হেন্ড ট্রলীর ধাক্কা হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাকি তালুকদার এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাই আপনাদের বলতে চাই মদনে আর যেন এমন সড়ক দুর্ঘটনায় না হয়, তার জন্য গতকাল উপজেলা ট্রাক, ট্যাক্সি, সি এনজি, অটোরিকশা, বাস,মালিক সমিতির এ সুশীল সমাজ সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনায় রোধে সবাইকে নিয়ে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছেন।