নেত্রকোনার মদনে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নেত্রকোনার মদনে ২০২১-২২ অর্থবছরের রবি, মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে ওইসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পৌরসভা সহ ৮ ইউনিয়নের ১হাজার ৯শত কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান জানান কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১হাজার ৯শত জন কৃষককে জনপ্রতি ১কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন