নেত্রকোনার মদনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই’আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে,কোনো চিন্তা নাই” এই স্রোগানকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পাবলিক হল মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুুল আহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন উপজেলা জামায়াতে নায়েবে আমির মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল, জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান,প্রেসক্লাব সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন।
এ ছাড়া বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন