নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হাজী করনী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230123_114500-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ভার পেলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ হাজী করনী ( মানিক)
চলিত দায়িত্বে থাকা মোঃ আনোয়ার হোসেন গত ২২
জানুয়ারী দুপুরে দায়িত্ব থেকে অব্যাহতি নিলে একই
কর্ম দিবসে বিধি মোতাবেক কলেজের জ্যেষ্ঠ শিক্ষক
মোহাম্মদ হাজী করনী নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন।
জোবাইদা রহমান মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আয়শা বেগম, মোঃজহিরোল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,
কলেজের শিক্ষক প্রতিনিধি রায়হান আহমেদ সিদ্দিকী সহ সকল সদস্য।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনকে
কর্মযজ্ঞ ও কলেজের স্মৃতি নিয়ে আলোকপাত করেন বিভিন্ন শিক্ষক কর্মচারীরা।
মোহাম্মদ হাজী করনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করায় উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সমূহ ও কলেজের শিক্ষক ছাত্র অবিভাবকরা ফুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন