নেত্রকোনার মদনে দীর্ঘ ১৩ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলায় সারা দেশের ন্যায় দীর্ঘ
১৩ বছর পর আবারও আলাদাভাবে প্রাথমিক বৃত্তি
পরীক্ষা বসেছে জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ
পরীক্ষা বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এসময় সরকারি, বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

এদিকে বাংলা, ইংরেজি, গণিত, ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর
করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এবার অংশগ্রহণ করছে প্রাথমিকের ২০ শতাংশ শিক্ষার্থী।

জানা গেছে, এবার উপজেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২৩৭ জন বালক ও ৩৪৫ জন বালিকা, মোট ৫৮২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি উঠলে। গত ২৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আবার ও এক যুগের আগের সেই বৃত্তি পরীক্ষা পূর্নবহালের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, মদন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ( ডি আর) অনুযায়ী বালক,২৩৭, ও বালিকা, ৩৪৫ জন,মোট ৫৮২ মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে বালক ২২৮ জন, বালিকা ৩৩৮ জন, মোট ৫৬৬ জন, পরীক্ষায় অংশ গ্রহন করেনি ১৬ জন,বালক ৯ জন,বালিকা ৭ জন। তবে খুবই শান্তিপূর্নভাবে বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে।