নেত্রকোনার মদনে ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নেত্রকোনার মদনে ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
সারাদেশে একের পর এক ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখে, সংগঠনটির সভাপতি সাব্বির হোসেন সাজু, সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলিম রাজু, মাইনুল হোসেন, মোফাজ্জল হোসাইন, সাইমন আহম্মেদ, কাওছার, বিল্লাল, রকি, আফরিন আক্তার, নাফিসা, তানজিনা নেভি প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন