নেত্রকোনার মদনে ধলাই নদীর চর থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

নেত্রকোনার মদনে ধলাই নদীর চরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে সরকারি নিয়মনীতি কে তোয়াক্কা না করে বালু উত্তোলন করার ফলে ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনকারীর স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা বালু উত্তোলনে কোন ধরনের বাঁধা দিতে সাহস পাচ্ছে না।
এমনি অভিযোগ উঠেছে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বিল্লাল মিয়ার বিরুদ্ধে।
এমন অভিযোগের প্রেক্ষিতে ২৪ মে শনিবার সরজমিনে গেলে, আলশ্রী বাজারের পাশের ধলাই নদীর চর থেকে বালু উত্তোলন করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, আলমশ্রী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধলাই নদী। আর এ নদীর পাশের চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী বিল্লাল মিয়া। গত কয়েক দিন ধরে বালু উত্তোলন করছে সে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসীর কয়েকজন জানান, বিল্লাল মিয়া খুব প্রভাবশালী। কেউ তার মুখের উপরে কথা বলতে পারে না। ধলাই নদীর চর থেকে বালু উত্তোলনের কারণে পাশের জমির অনেক ক্ষতি হবে।আমরা শোনেছি সে না কি এ বালু উত্তোলন করে বিক্রি করবে।তাছাড়া আমরা যতটুকু জানি বালু উত্তোলন করলে সরকারের নিকট আবেদন করতে হয়। সরকার সম্মতি দিলে বালু উত্তোলন করতে হয়। কিন্তু বিল্লাল মিয়া কিভাবে বালু উত্তোলন করছে তা আমরা জানি না।
অভিযুক্ত বিল্লাল মিয়া বলেন, আমার জমি থেকে আমি বালু উত্তোলন করছি। এতে কাহারো আসে যায় না। তবে উপজেলা কিংবা জেলা প্রশাসন এ ব্যাপারে অবগত আছেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সুদুত্তর দিতে পারেনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, এমন সংবাদ পেয়ে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে প্রেরণ করি এবং তাৎক্ষণিক ড্রেজার বন্ধ করে দেয়া হয়েছে। যদি আবার ড্রেজার দিয়ে বালু উওোরণ করে তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন