নেত্রকোনার মদনে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/IMG-20240325-WA0022-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মদনেবিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথা যোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, গনহত্যার সচিত্র প্রতিবেদন ইফতার ও ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
আলোচনা সভা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, ওসি ( তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, ডাঃ নূরুল হুদা খান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, হাজী আব্দুল আজিজ সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন