নেত্রকোনার মদনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নেত্রকোণা মদন উপজেলার রংতুলি খেলার মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) – ২০২৩ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, প্যানেল মেয়র তাহমিন আরা বেগম (শিরিন), মদন প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আল (আল আমিন), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সচিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।
উপজেলার ১টি পৌর সভা ও ৮টি ইউনিয়ন মিলিয়ে মোট ৯টি পরিষদের ৯টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন