নেত্রকোনার মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/IMG-20240618-WA0001-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে আজিজুল ইসলাম (৫২) নামের এক কৃষক। কৃষক আজিজুল উপজেলার জাওলা গ্রামের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মাষ্টার সাহেব এর ছেলে।
আজিজুলের ভগ্নীপতি সিনিয়র সাংবাদিক ইউসুফ তালুকদার জানান, সকালে বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ একটি বজ্রপাত তার শরীলে লাগলে সেখানেই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, বজ্রপাতে কাইটাইল ইউপি সাবেক চেয়ারম্যান সাহেবের ছেলে মারা গেছেন এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো: শাহ আলম মিয়া জানান, বিষয়টি খুবই দু: খ জনক। যিনি মারা গেছেন উনার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন