নেত্রকোনার মদনে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়া দিবস উদযাপিত

“তারুণ্যে অংশ গ্রহন খেলাধুলা মানোন্নয়ন ‘ এই প্রতিপাদ্য নিয়ে মদনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলা পাবলিক হল মাঠ হতে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে প্রশাসনের আয়োজনে, উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। উপজেলা জামায়াতের নায়েবে

আমির, রিয়াজ উদ্দিন।
এ ছাড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,মদন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আব্দুল গণি গোলাপ, সমাজ সেবা কর্মকর্তা ইবনে হাবিব, শিক্ষা অফিসার শফিকুল বারী, প্রমুখ।