নেত্রকোনার মদনে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি

নেত্রকোনার মদনে নিরীহ এক পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ভবানীপুর গ্রামের দরিদ্র্র নিরীহ কৃষক আলী আকবর। একটি কেয়ার নামীয় এনজিও (সৌহার্দ বাংলাদেশ) প্রকল্প তাদের সদস্যদের নিয়ে গ্রাম বৈঠক পরিচালনা করার জন্য ২০০৭ সালে আলী আকবরের নিকট থেকে ৪ শতাংশ জমি ক্রয় করে।

একটি আধা পাকা ঘর নির্মাণ করে ওই এনজিও । তবে শর্ত থাকে যে প্রকল্পটি বিলুপ্ত হয়ে গেলে কৃষক আলী আকবর ব্যবহার করতে পারবে। বেশ কয়েক বছর এনজিও অফিস পরিচালনা করার পর তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে তাদের ঘরে টিনে জংধরে নষ্ট হচ্ছে এমনকি অনবরত পানি পড়ে।

কৃষক আলী আকবরের নিজস্ব কোন ঘর না থাকায় ওই ঘরটি মেরামত করে বসবাস করে আসছে। এ ঘরটি ব্যবহার করার কারণে কৃষক আলী আকবরকে বিভিন্ন সময় হুমকি দুমকি দিচ্ছ, এমনকি বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ও বলছে গ্রামের প্রভাবশালী মহল। এর মধ্যে ওই গ্রামের প্রভাবশালী তোতা মিয়ার ছেলে আঙ্গুর মিয়া অন্যতম।

আঙ্গুর মিয়া বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে, বিষয়টির প্রতিকার চেয়ে আলী আকবর এ অভিযোগটি দায়ের করেন।

এ বিষয়ে আঙ্গুর মিয়া তার মোবাইল ফোনে জানান, আলী আকবর আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এই ঘরটি মূলত বিষয়টি হল গ্রামের বিষয় আমার একার কোন বিষয় নয়। গ্রামবাসী যে সিন্ধান্ত নেবে আমি এর মধ্যেই আছি।

উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, আমি ময়মনসিংহে একটি প্রশিক্ষণে আছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।