নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আহবায়ক কমিটি অনুমোদন
নেত্রকোণার মদন উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
মোঃ নুরুজ্জামান চিশতী আহবায়ক ও বাউল বুলবুল আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশণা প্রদান করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নেত্রকোণা জেলা কমিটির আহবায়ক রিপন দত্ত ও সদস্য সচিব মোঃ ইয়াছিন খান স্বাক্ষরিত এবং মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির সুপারিশ ক্রমে অত্র কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, বাউল উজ্জ্বল সরকার, মোঃহারুন অর রশিদ, মোঃমাইনুল আহমেদ মাসুম,কবিতা ভানডারী, সদস্য, মোঃ অলি উল্লাহ, মোঃ আলম সরকার, মোঃ ইমরান মিয়া,মোঃ হাকিম মড়ল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন