নেত্রকোনার মদনে বাবনা সরকারি বিল উদ্ধারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মদন উপজেলায় গৌবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী মৌজার বাবনা সরকারি বিল উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল)দুপুরে মদন উপজেলা প্রেসক্লাবের
সামনে পদমশ্রী-মনিকা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও সচেতন জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান,পদমশ্রী মৌজার বাটোয়ার হাওরে
বাবনা বিল নামে একটি সরকারি বিল রয়েছে।যার থেকে প্রতিবছর কৃষকরা পানি নিয়ে শতশত হেক্টর জমিতে সেচ দিত। কিন্তু কয়েক বছর যাবৎ পদমশ্রী সিমেরহাটি গ্রামের মৃত গণি মিয়ার ছেলে ভূমিধস্য, মাদকাসক্ত, বিগত আওয়ামী দলীয় ক্যাডার আয়নাল হক নামে এক ব্যক্তি বিল টি দখল করে নেয়।
কৃষকরা সেখান থেকে তাদের জমিতে সেচের জন্য পানি নিতে চাইলে সেখানে তাদেরকে বাঁধা দেয় আয়নাল হকের লোকজন। অতি তাড়াতাড়ি বিলটি উদ্ধার না করা গেলে আগামীতে কৃষকদের ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি সম্ভাবনা রয়েছে।তাই তারা বিলটি উদ্ধারের জন্য যথাযত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, মানববন্ধনের পরেই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন