নেত্রকোনার মদনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

নেত্রকোনার মদন উপজেলার চান গাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই বিকালে বিক্ষোভ মিছিল উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিগত ২৭ জুলাই নেত্রকোনায় এক পথ সভায় সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চানগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।
এতে সভাপতিত্ব করেন, চানগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি,আজিজুল হক আন্জু যুবদলের সভাপতি মোঃ ফকির রাহিমের, সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, কৃষক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম মকুল, ছাত্র দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মহসিন,শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃরতন মিয়াসহ লিটন প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন