নেত্রকোনার মদনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
“ইন্টারনেট আসক্তি প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় ২ দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা-২০২২ অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন,বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা অমিত সাহা।
মেলায় ১৫ টি ষ্টল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অংশ গ্রহন করে। এতে ১ম স্হান অর্জন করে, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে জাহাঙ্গীর পুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,৩য় স্থান অর্জন করে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার হাতে তুলে দেন।
এ সময় শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষাথীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন