নেত্রকোনার মদনে বিদেশে লোক পাঠানোর চক্রের ২ প্রতারক গ্রেফতার
নেত্রকোনার মদনে বিদেশে লোক পাঠানোর প্রতারক চক্রের দুই প্রতারক কে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল মদন পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত শলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪৪) ও তার আপন শহিদুল ইসলাম (৪০)।
সূত্রে জানা যায়, তারা বিদেশে লোক পাঠানোর কথা বলে প্রতারনা করে প্রায় ২০ জনের কাছে থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
গত ২৩ আগস্ট পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে ভুক্তভোগী হাদিছ মিয়া প্রতারক আপন তিন ভাই শহিদুল ,সাইদুল ও রহিকুলে বিরুদ্ধে নেত্রকোনা কোর্টে ১৪ লাখ ৫০ হাজার টাকা দাবি করে প্রতারণার একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী হাদিছ মিয়া জানান, তারা তিন ভাই উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে লোক বিদেশে নেয়ার কথা বলে প্রায় ২০ জনের নিকট থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমার ৫ জন মানুষ বিদেশে পাঠাবে বলে ১৪লাখ ৫০ হাজার টাকা নেয়। এ নিয়ে এলাকায় কয়েকবার গ্রামীণ শালিস হয়। এতে কোন সুরাহা না হওয়ায় অবশেষে নেত্রকোনা কোর্টে এ প্রতারণার মামলা দায়ের করি।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত সাইদুল ও শহিদুল নামে দুই ভাইকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন