নেত্রকোনার মদনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদন উপজেলা বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে একটি বর্ণ্যঢ্য র্যালি বের হয়ে
শহরের প্রধান সড়ক ঘুরে ফিরে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ড়াঃনূরুল হুদা খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ একে এম রিফাত ছাইদ, ড়াঃ নয়ন চন্দ্র ঘোষ,ড়াঃতায়েব হোসেন, আলোচনা সভা পরিচালনা করেন, স্বাস্থ্য বিভাগের মোঃ তৌকিক চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আতাউর রহমান আতিক, মিতু শাহা, ওয়ালিউল্লা,ও গণ মাধ্যম কর্মীগণ।
সভায় সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতি, তিনি বলেন দেশের টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমান
উন্নয়নে যক্ষ্মা নির্মূল করতে সরকারের লক্ষ্য মাত্রা
অর্জনে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান
জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















