নেত্রকোনার মদনে ব্র্যাক শস্য বীমা দাবি প্রদান অনুষ্টান


“শস্য নিরাপত্তা বীমা অসময়ে কৃষকের বন্ধু ‘ এ স্রোগানকে সামনে রেখে, মদনে ব্র্যাক শস্য নিরাপত্তা বীমা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।
মাইক্রোফাইন্যান্স কতৃর্ক আয়োজিত নেত্রকোনা জেলার সেন্ট্রাল-২ ডিভিশন এর নেত্রকোনা -১ অঞ্চলের মদন শাখায় শস্য নিরাপত্তা বিমা দাবি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিমা দাবি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো:হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ মাহমুদুর রহমান, ফিল্ড কো অর্ডিনেটর, ব্র্যাক শস্য নিরাপত্তা বীমা প্রকল্প।
মদন শাখায় ৪১ জন কৃষক সর্বমোট ১,১২,৩৪৮/- টাকা বিমা দাবি প্রাপ্ত হন।
উল্লেখ্য যে গত বোরো ২০২৪ সালে নেত্রকোনা জেলায় মোট ৮৩৫ জন কৃষক ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমা সেবা গ্রহণ করেন এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা, বন্যা এবং বিভিন্ন রোগ ও পোকার কারণে ফলন কম হওয়ায় কৃষকরা মোট ৩৩,৭৯,৮৪০/- টাকা বিমা দাবি প্রাপ্ত হন।
হাওড় অঞ্চলে শস্য নিরাপত্তা বিমা গ্ৰহনের মাধ্যমে কৃষকদের একমাত্র ফসল বোরো ধান অনেকটাই ঝুঁকিমুক্ত এবং শস্য বিমার আগ্ৰহ বৃদ্ধি পাচ্ছে, এর ফলশ্রুতিতে এবার বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। শস্য বীমা গ্রহনের ফলে কৃষকেরা বীমা সেবার পাশাপাশি মোবাইল ফোনকলের মাধ্যমে সাপ্তাহিক কৃষি ও আবহাওয়া বার্তা পেয়ে থাকেন।
মাঠ পর্যায়ে ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগন সরকার এর পাশাপাশি আধুনিক কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন, যার ফলে কৃষকদের প্রাকৃতিক কারণে ফসলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা অনেকাংশে সম্ভব হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন