নেত্রকোনার মদনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG_20230326_092419-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারা দেশের ন্যায় নেত্রকোনার মদনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালে এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতা ডাক দিয়ে ছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পূস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হল রুমে মুক্তিযু্দ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন সভাপতিত্বে
মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সহকারী কমিশনার ভূমি, মোঃ শাহানূর রহমান, পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মদন খালীয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সারোয়ার জাহান ঝুলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষকসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন