নেত্রকোনার মদনে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা

নেত্রকোনার মদন উপজেলায় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির অধিনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক।

আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) মদনের চাঁনগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূরুল আলম তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজ।

এখানে বক্তব্য দেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী হুসাইন এরশাদ, আয়োজনকারি প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা সমন্বয়কারি মহসিন মিয়া প্রমুখ।