নেত্রকোনার মদনে মোবাইল কোর্টের অভিযান

নেত্রকোনার মদন কাইটাইল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন এর নেতৃত্বে উপজেলা কাইটাইল বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ টি চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। উক্ত অভিযুক্তকারীকে মৎস্য সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করা সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এছাড়া মদন থানার এস আই, মোঃ শাহজাহানের সার্বিক সহযোগিতা ছিলেন আনসার ভিডিপি সদস্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















