নেত্রকোনার মদনে মৎস্য চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোণা মদনে গোবিন্দশ্রী ইউনিয়নে মৎস্য চাষিদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সহকারী প্রশিক্ষক উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী আল ইমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, ইউপি সচিব হিরন মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃমাহবুব আলম, মাখন ইউপি সদস্যগণ, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যম কর্মীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন