নেত্রকোনার মদনে মৎস্য সপ্তাহ উদ্বোধন
‘ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যটি সামনে রেখে নেত্রকোনার মদনে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর সঞ্চালনায় ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান, কৃষি অফিসার হাবিবুর রহমান, ওসি উজ্জ্বল কান্তি সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফল মৎস্যচাষী হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ,মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, পল্লী বিদ্যুৎ ডিজিএম ফেরুজ আহদেম প্রমূখ।
ওই দিন সফল চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন